ফকিরহাটে পার্টনার প্রকল্পের  আওতায় নতুন জাতের  গমের প্রদর্শনী 

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১০:২৪ পিএম, সোমবার, ১১ মার্চ ২০২৪ | ১৯৬

ফকিরহাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টাপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (র্পাটনার) প্রকল্পের আওতায় দানাদার নন-রাইস (গম) ফসলের নতুন জাতের প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন সোমবার (১১ র্মাচ) দুপুরে পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া সিদ্দিক তালুকদার, হাবিবুর রহমান ও নুর মোহম্মদ এর বারি গম-৩৩ ক্ষেতে অনুষ্ঠিত হয়েছে।

অর্ধশতাধিক কৃষক/কৃষাণীর উপস্থিতিতে এ পার্টনার ফিল্ড স্কুল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ নুসরত জাহান পুনম ও উপসহকারী কৃষি কর্মকর্তা (ডিপ্লমা) কৃষিবিদ বিপুল চন্দ্র পাল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত