ফকিরহাটে উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৭:১৮ পিএম, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ | ৪৭৭

ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক পৃথক তিনটি সভা প্রশিক্ষন ও সেমিনার মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়াম রুম ও অফিসার্সক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে গ্রাম আদালত আইন বিষয়ক রিফ্রেশস প্রশিক্ষন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা। এতে বেতাগা ও শুভদিয়া ইউনিয়ন পরিষদের ২৪জন জনপ্রতিনিধি অংশ গ্রহন করেন।

এর আগে উপজেলা অডিটোরিয়াম রুমে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন এর সভাপতিত্বে মহান বিজয় দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তহীদ সুজা, স্বাস্থ্য অফিসার অসিম কুমার সমাদ্দার, কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত, মৎস্য অফিসার অভিজিৎ শীল, নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান,মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ মোঃ খাইরুল আনাম, ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, মোঃ ইউনুস আলী শেখ ,কাজি মোঃ মহসিন, শেখ শহীদুল ইসলাম, মোঃ রেজাউল করিম ফকির, কাটাখালী প্রেসকাবের সভাপতি এইচএম নাসির উদ্দিন।

পরে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০১৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এসময় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত