মুজিববর্ষে বঙ্গবন্ধুর কাভার ছবি কাটাকাটির অভিযোগে তদন্ত কমিটি গঠন

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৫:০৩ পিএম, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ | ৫৫৬

মোংলা বন্দর কর্তৃপক্ষের ‘সরকারি নথির’ একটি চিঠিতে মুজিববর্ষ সংবলিত বঙ্গবন্ধুর কাভার ছবিতে কলম দিয়ে কাটা কাটি নিয়ে বন্দর এলাকায় তোলপাড় শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগে ন্যাক্কারজনক এই ঘটনা ঘটে। ১২ পৃষ্ঠার এ চিঠির সাতটি পত্রে কে এই ঘটনা ঘটিয়েছে তানিয়ে এরই মধ্যে তদন্তও শুরু হয়েছে।


বন্দরের যান্ত্রিক ও তড়িৎ বিভাগের প্রধান প্রকৌশলী লেঃ কর্ণেল মুহাম্মদ নাসির উদ্দিনকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি করা হয়। কমিটির অন্যরা হলেন,বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেঃ কমান্ডার বি এম নুর মোহাম্মদ ও উর্ধ্বতন হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ ফজলে আলম। ১০ কার্যদিবসের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটনসহ দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কমিটি তা সম্পুর্ন করতে পারেননি।


বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত পরিচালক (প্রসাশন) কমান্ডার শেখ ফকর উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, যেহেতু বিষয়টি ক্রিটিকাল তাই এটি তদন্ত করে বের করতে আরও সময় লাগবে।


বন্দরের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন,বিষয়টি স্পর্শকাতর, তদন্ত হচ্ছে। তবে তদন্তে দুঃখজনক এই ঘটনার জন্য যে দায়ী হবেন তার বিরুদ্ধে বন্দর আইনে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক সুত্র জানায়, ২০২১ সালের জানুয়ারী মাসের কার্গো হ্যান্ডলিং সম্পর্কিত তথ্য উপাত্ত সরবরাহ প্রসঙ্গে ১২ পৃষ্ঠার একটি নথি ফাইল বাংলাদেশ ব্যাংক খুলনা শাখায় পাঠানো হয়। সরকারি এই ফাইলেই অফিস কপির সাতটি পৃষ্ঠা জুড়ে মুজিববর্ষে বঙ্গবন্ধুর কাভার ছবিতে ট্রাফিক বিভাগের দপ্তরে কলম দিয়ে কাটাকাটি পাওয়া যায়।


পরে বন্দরের পরিচালক (প্রসাশন) স্বাক্ষরিত মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের নথি নম্বর ১৮.১৪.০১৫৮.১৮০.০০.০৫৬.(২).২১ এর উপরের কাভারেসহ বেশ কিছু খসড়া পত্রে বঙ্গবন্ধুর লোগোতে কাটাকাটি অবস্থায় পাওয়া যায় মর্মে বিষয়টি অত্যান্ত গুরুতর ও স্পর্শকাতর বিধায় উল্লেখ করে দায়ী ব্যক্তিকে চিহ্নিত করার জন্য তদন্ত কমিটি করা হয়।


এদিকে বন্দরের ট্রাফিক বিভাগের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, ডেপুটি ট্রাফিক ম্যানেজার এবং সহকারী ট্রাফিক ম্যানেজারের দপ্তরের কেউ একজন এই ঘৃণীত কাজটি করতে পারেন বলে ধারনা সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কর্মকর্তাদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত