বাগেরহাটে স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে 

অপরাজিতাদের অভিজ্ঞতা বিনিময় সভা 

স্টাফ রিপোর্টার

আপডেট : ১১:২৫ পিএম, বুধবার, ২১ জুন ২০২৩ | ৩৩২

বাগেরহাটে স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের কমিটিতে নারীর অংশগ্রহন বৃদ্ধি এবং সেবারমান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।


বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাফিজ আল আসাদ, বাগেরহাট সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদের, মহিলা বিষয়ক কর্মকর্তা সালেহা পারভীন, রামপাল উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অ্যাড. সীতা রানী দেবনাথ, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, যুবমহিলালীগের সভাপতি অ্যাড. লুনা সিদ্দিকী, অপরাজিতা অর্পা মল্লিক, জোসনা খাতুন, গায়ত্রী বিশ্বাস, রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুবোল ঘোষ টুটুল, জেলা সমন্বয়কারী আতাবুর রহমান টিপু প্রমুখ।

বক্তারা বলেন, জেলা পর্যায়ে বিভিন্ন সরকারী অফিসে অনেক কমিটি আছে, সেসব কমিটিতে নারীদের নাম মাত্র রাখা হয়। এতে দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহন নিশ্চিয় হয় না। এসব কমিটিতে নারীদের রাখা এখন সময়ের দাবী।

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে জেলার বিভিন্ন সরকারী অফিসের প্রধানগণ, নারী সংগঠন, অপরাজিতা, নারী জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন এর আর্থিক সহযোগিতায় ও হেলবেটার ইন্টার কো-অপারেশন ও রূপান্তর যৌথভাবে অপরাজিতা প্রকল্প খুলনা ও বাগেরহাট জেলার ৮৪টি ইউনিয়ন বাস্তবায়ন করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত