বাগেরহাটে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০২:৫৬ পিএম, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭ | ৬০৪

বাগেরহাটে কর্মক্ষেত্রে দক্ষতা উন্নয়ন বিষয়ক জেলা ভিত্তিক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এসজিও প্রতিনিধি, সাংবাদিক, সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ মোট ৩৫ জন অংশ নেন।


কর্মশালায় জানানো হয়, দেশের দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এই প্রকল্পের মাধ্যমে আগামী ২০২০ সালের মধ্যে দেশে ৫ লাখ দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীসহ প্রশিক্ষনার্থীদের ৩৭টি ট্রেডে সরকারী খরচে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ চলাকালে ভাতাসহ বিশেষ বৃত্তি প্রদান করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত