মোল্লাহাটে জমির বিরোধে হামলা, একই পরিবারের তিন জনসহ আহত ৪

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৮:১৫ পিএম, রোববার, ১০ মার্চ ২০২৪ | ১১০

মোল্লাহাটে আপন ভাতিজা ও তার স্ত্রীর হামলায় একই পরিবারের ৩ জন (স্বামী স্ত্রী ও এক ছেলে) গুরুতর আহত হয়েছে। উপজেলার ঘোড়াদাইড় গ্রামে রবিবার সকাল ৯ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, হরিচাদ বৈরাগী (৫৫), হরিচাদ বৈরাগীর স্ত্রী মমতা বৈরাগী (৫০) ও ছেলে লিমন বৈরাগী (২৪)।


এঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই তিন জনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় হামলাকারী মিলন বৈরাগীও নিজেকে আহত দাবি করে একই হাসপাতালে ভর্তি হয়েছেন।



চিকিৎসাধীন হরিচাদ বৈরাগী ও মমতা বৈরাগী দম্পতি সহ তাদের ছেলে লিমন বৈরাগী জানান, জমি সংক্রান্ত বিরোধে মিলন বৈরাগী তাদের সাথে প্রাই ঝামেলা বাধায়, এ নিয়ে ঘোড়াদাইড় গ্রামে পৈত্রিক বাড়ির জমি মেপে ফয়সালা হয়েছে। উক্ত মাপ না মেনে রবিবার সকালে তাদের জমির মধ্যে বেড়া দেয় মিলন বৈরাগী। এতে বাধা দেয়ায় মিলন বৈরাগী ও আখি বৈরাগী দম্পতি এবং তাদের ভাতিজা অরকো বৈরাগী শাবল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। তারা এ হামলার বিচার দাবি করে আরো বলেন, চিকিৎসা নিয়ে একটু সুস্থ হলেই আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবেন।

এবিষয়ে মিলন বৈরাগী বলেন, তাকে মারধর করার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত